UNESCO: ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেল গুজরাটের গরবা নৃত্য, বাংলাদেশের রিকশা ও রিকশাচিত্র


a collage of a person dancing



একই দিনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো ভারতের গুজরাটের গরবা উৎসব ও বাংলাদেশের ঢাকা শহরের রিকশা ও রিকশাচিত্র।




জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।


বাংলাদেশের বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেসকোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।


এদিকে সম্প্রতি বাংলা ও বাঙালির দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। এবার হেরিটেজ তকমা পেল দেশের আরও এক আঞ্চলিক সংস্কৃতি। এবার গুজরাটের ঐতিহ্যবাহী গরবা নৃত্যকে হেরিটেজ স্বীকৃতি দিল ইউনেস্কো।


বুধবার ইউনেস্কো থেকে রাজ্যের এই ঐতিহ্যবাহী নৃত্য স্বীকৃতি পাওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল। দুর্গাপুজোর মতো ইউনেস্কো গরবা নৃত্যকেও ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত করেছে। ইউনেস্কোর এই স্বীকৃতি পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।