মঞ্চ মাতালো অনুপ জলোটা, ১৬তম আন্তর্জাতিক ভারত সাংস্কৃতিক উৎসব এর শুভ সূচনা 

Burdwan



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 

মঞ্চ মাতালো অনুপ জলোটা।সংস্কৃতির শহর বর্ধমানে এসে একের পর এক গজল সংগীতে মন ভরালেন উপস্থিত সংগীত প্রীয় মানুষ দের।আর এই শহরে প্রথম পা রেখে শহরের নৃত্য কলাকুশলীদের পাশাপাশি সংস্কৃতি প্রিয় মানুষদের সাথে আনন্দ ভাগকরে নেওয়ার কথা বলেন অনুপ জী।

মন্তচারনের মধ্য দিয়ে ১৬তম আন্তর্জাতিক ভারত সাংস্কৃতিক উৎসব এর শুভ সূচনা হলো বর্ধমান টাউন হল ময়দানে।১৬ তম ভারত সংস্কৃতি উৎসবের সূচনা করেন স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, এছাড়া উপস্থিত ছিলেন কোলকাতা, উড়িষ্যা,সহ ভারতের বিভিন্ন রাজ্যের কলাকুশলীদের সাথে পূর্ব বর্ধমানের কলাকুশলী ও গুনিজনেরা। ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে আজ সকালে একটি শোভাযাত্রা বেরকরা হয়।

বর্ধমান টাউন হলে উৎসব চলবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। এর পর কোলকাতায় করা হবে ভারত সংস্কৃতি উৎসবের সমাপ্তি পর্ব।

উৎসব কমিটির সম্পাদক প্রশেঞ্জিত পোদ্দার বলেন এবছ ভারত সংস্কৃতি উৎসবের ১৬তম বর্ষ। ভারত সংস্কৃতি উৎসবে শুধু ভারতের শিল্পিরাই না ভারত ছাড়াও, জাপান, ফ্রান্স, মালোশেয়িয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কলাকুশলীরা উপস্থিত হয়ে তাদের নৃত্য শৈল্য পরিবেশন করবেন।

উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার বলেন বর্ধমান শহরটা হলো সংস্কৃতির পীঠস্থান। ভারত সংস্কৃতি উৎসব শীতের শুরুর উৎসব। সারা ভারতের সব জাতী ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষদের নিয়ে এই ধরনের একটা উৎসব।

বর্ধমানে প্রথম এসে প্রখ্যাত গজল সংগীত সর্মাট অনুপ জলোটা বলেন বর্ধমান খুব ভালো লেগেছে। এখানকার নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশন মুগ্ধ করেছে। বর্ধমানে গান গাওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে।গোপালকে দড়ি বেঁধে রাখিনে,এইসি লাগি লগন গান গাওয়ার ফরমাইস এসছে বলে জানান তিনি। এখানকার দর্শক খুব ভালো এদের সাথে বোসে আনন্দ ভাগকরে নেওয়ার কথা বলেন অনুপ জী।