দেশজুড়ে হোক অকাল দীপাবলি, আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা আর ঠিক সেই দিন সারা দেশের জনগণের জন্য মহা ইভেন্টে পরিণত করতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। অযোধ্যায় (Ayodhya) দাঁড়িয়ে দেশের ১৪০ কোটি ভারতবাসীর কাছে ২২ জানুয়ারি অকাল দীপাবলি পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। শ্রীরামচন্দ্র রাবণবধ করে অযোধ্যায় যখন ফিরেছিলেন তখন অকাল দীপাবলি হয়েছিল আর সেই অযোধ্যায় গড়ে উঠছে রামমন্দির, রামের ফিরে আসার উৎসবে তাই মাততে বললেন প্রধানমন্ত্রী ( Narendra Modi)।
২২শে জানুয়ারি রামমন্দির (Ram Mandir ) প্রাণ প্রতিষ্ঠার দিন বর্ণাঢ্য আয়োজন হচ্ছে অযোধ্যায় (Ayodhya)। প্রধানমন্ত্রী (Modi) থেকে শুরু করে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই ইভেন্ট গোটা দেশবাসীর কাছে উদযাপনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী(Modi)।
প্রধানমন্ত্রীর সেই দিন গোটা দেশ আলোকজ্জ্বল করার ডাক দিয়ে বললেন, ১৪০ কোটি দেশবাসীর কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, ২২ জানুয়ারি অযোধ্যায় প্রভু রাম বিরাজমান হবেন, নিজেদের ঘরেও রামজ্যোতি জ্বালান। দীপাবলি পালন করুন। ২২ জানুয়ারি সন্ধে গোটা ভারত আলোকোজ্বল হোক।
শুধু তাই নয় ১৪ জানুয়ারি থেকে সারা দেশের তীর্থস্থান গুলি স্বচ্ছতা অভিযানের ডাক দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২২শে জানুয়ারি সবাইকে অযোধ্যা যাওয়ার জন্য মানা করেন। তিনি পরামর্শ দেন, অন্যদিন সময় করে অযোধ্যায় যাওয়ার কথা বলেন। বদলে ২২শে জানুয়ারি রামজ্যোতি ঘরে ঘরে জ্বালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊