নওশাদ সিদ্দিকীর ঘরে ভাঙন , আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান বুথ সভাপতি সহ বহু কর্মী
ভাঙড়:
নিজের ঘরে বড়সড় ধাক্কা খেল আইএসএফ । নিজের ঘরের নেতা কর্মী ও বুথ সভাপতিকে ধরে রাখতে পারলেন না নওশাদ সিদ্দিকী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর ৬০ নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম সহ বেশ কিছু আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূলে। ভাঙড়ের তৃণমূল নেতা খইরুল ইসলামের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন।
রাজ্যে উন্নয়নে কাজ করছে তৃণমূল। সেই কর্মযজ্ঞে শামিল হতেই এবার তৃণমূলে যোগ দিলেন। এমনই বলতে শোনা গেল দলবদলু আইএসএফ নেতার গলায়।যদিও দলে ভাঙনের তত্ত্ব মানতে নারাজ আইএসএফ। এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা বলেন, ২০২১ সালে বহু মানুষকে ধর্মের সুড়সুড়ি দিয়ে এবং ভুল বুঝিয়ে আইএসএফে যোগদান করানো হয়েছিল। তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছেন । তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চাইছেন। ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বিভিন্ন আইএসএফ নেতা ও কর্মীরা তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে। তাদেরকে ও দলে ফেরানো হবে।
এই বিষয়ে ভগবানপুর অঞ্চলের আইএসএফের সেক্রেটারি বাবুসোনা মোল্লা জানান, তৃণমূল তৃণমূলের লক্ষ্যেই আইএসএফ সাজিয়ে তাদেরকেই আবার দলে যোগদান করাচ্ছে। আইএসএফের কোন নেতা কর্মীরা দল ছাড়েনি। এই দলবদলুর গল্প তৃণমূলের সাজানো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊