MP New CM: মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

Mohan Yadav


মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। মোহন যাদব তিনি বিদায়ী সরকারের বড় দায়িত্বে ছিলেন। উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। এবার উজ্জৈন দক্ষিণ আসন থেকে জয়লাভ করেন। উজ্জৈন জেলার তিন বারের বিধায়ক তিনি। উপমুখ্যমন্ত্রীও বেছে নিয়েছে বিজেপি। তাঁরা হলেন- জগদীশ দেওরা ও রাজেশ শুক্লা।


প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে মধ্যপ্রদেশের অধ্যক্ষ হিসাবে বেছে নেওয়া হয়েছে। যদিও মনে করা হচ্ছিল তোমারকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু শেষমেশ তিনি পেলেন অধ্যক্ষের দায়িত্ব। 



মোহন যাদব বলেন, "আমি দলের একজন সাধারণ কর্মী। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালবাসা এবং সমর্থনে, আমি নিজের দায়িত্ব পূরণ করার চেষ্টা করব।" 


ইতিমধ্যে পার্টির নেতা কর্মীরা তাঁকে স্বাগত জানাতে বাড়িতে পৌঁছে গিয়েছেন। তাঁর স্ত্রী সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকার বলেন, "ভগবান মহাকালের আশীর্বাদ। দলের আশীর্বাদ। ১৯৮৪ সাল থেকে উনি বিজেপির সঙ্গে কাজ করছেন। যখনই উনি উজ্জৈন আসেন, মহাকালের কাছে গিয়ে প্রার্থনা করেন।"