মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মকটেস্ট নিলো দায়বদ্ধ 

a group of people sitting at desks in a classroom



দিনহাটার বুকে সমাজ সেবী সংস্হা গুলির মধ্য অন্যতম দায়বদ্ধ স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি। সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এই স্যোসাইটিকে অংশ নিতে দেখা যায়। ব্স্ত্র বিতরণ থেকে শুরু করে , দুস্হ আশ্রয়হীন মানুষদের মুখে আহার তুলে দিতে একাধিকবার দেখা গেছে এই সংস্থাকে।

এভাবে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার প্রাক মূহূর্তে প্রায় বিনা খরচায় মক টেস্টের ব্যবস্হা করে আরো এক মানবিকতার নজির দেখালেন দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি।

এক অভিভাবক জানান" এভাবে প্রথম কোনো সমাজ সেবী সংস্থা পরীক্ষা নিচ্ছে। আমাদের ছেলে মেয়েরা এতে উপকৃত হবে। ধন্যবাদ দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি কে। "

প্রসঙ্গত , আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাই করার উদ্দেশ্যে আজ দিনহাটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মক টেস্ট l

দিনহাটা মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে বহু পরীক্ষার্থী l দুই অর্ধে প্রায় সাতশো জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে l দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয়। এ বিষয়ে দায়বদ্ধ সোসাইটির সদস্য মনোরঞ্জন বর্মন জানান " দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ফাইনাল পরীক্ষার প্রাক মুহূর্তে আমাদের এই মক টেস্ট তাদের ভালো রেজাল্টের জন্য অনেক সহায়ক হবে। আমরা চাই দিনহাটার ছাত্র ছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করুক,দিনহাটার মুখ উজ্জ্বল করুক।