সাংসদ পদ খারিজ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
সাংসদ পদ খারিজ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এথিক্স কমিটির সুপারিশে সাংসদ পদ খারিজ হওয়া সঠিক পদক্ষেপ নয় বলেই উল্লেখ করেছেন মহুয়া মৈত্র।
মহুয়ার অভিযোগ, তাঁকে ক্রস এক্সামিনেশন হয়নি বলে অভিযোগ জানাচ্ছেন মহুয়া মৈত্র। দর্শন হিরানন্দনিকে (Darshan Hiranandani) ক্রস এক্সামিনেশন হয়নি বলেও প্রশ্ন তোলা হয়েছে। এথিক্স কমিটি (Ethics Committee) বহিষ্কারের সুপারিশ করতে পারে কি না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাঁর আরও কিছু বলার ছিল, সেটা বলার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করছেন।
টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে (cash-for-query allegations) মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৪৯৫ পাতার রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। বহিষ্কারের সুপারিশের পাশাপাশি, তৃণমূল সাংসদের আচরণকে অত্য়ন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য ও অপরাধমূলক বলে উল্লেখ করে কমিটি। রিপোর্ট পড়া নিয়ে সওয়াল করেন কংগ্রেসও। ধ্বনি ভোটে খারিজ হয় সাংসদ পদ।
'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্কে লোকসভায় এদিন মহুয়ার সদস্যপদ খারিজের দাবিতে প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেই প্রস্তাবের ভিত্তিতে আধ ঘন্টা আলোচনার কথাও জানান স্পিকার। কিন্তু আলোচনার সময় দিলেও মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আত্মপক্ষ বলার সুযোগ দেননি স্পিকার। সংসদে মহুয়া মৈত্রকে বলতে দেওয়ার দাবিতে এদিন জোর সওয়াল করে তৃণমূল।
এথিক্স কমিটির সুপারিশ নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেসও। বিরোধী দলনেতা অধীর চৌধুরী প্রশ্ন করেন, 'এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো করে রিপোর্ট পড়া কি সম্ভব? আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেওয়া হয় মৃত্যুদণ্ড প্রাপ্তকেও। মহুয়াকে কেন বলার সময় দেওয়া হবে না?'
শেষমেষ ধ্বনি ভোটে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র (Mahua Moitra)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊