Indian Railway Northern Region RRC Delhi Act Apprentices Notification 2023-2024 Apply Online


Railway


ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি দেখুন ও বিস্তারিত জানুন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ৩০৯৩ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে।



RRC NR দিল্লিতে বিভিন্ন অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা প্রার্থীদের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগ্রহী যোগ্য প্রার্থীরা 11 ডিসেম্বর 2023 থেকে 11 জানুয়ারী 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারেন। এই রেলওয়ে এনআর দিল্লি অঞ্চল শিক্ষানবিশ নিয়োগ 2023-এ, যোগ্যতা, বাণিজ্য তথ্য, বিভাগ অনুযায়ী পোস্টের বিবরণ, নির্বাচন পদ্ধতি, বেতন স্কেল, প্রশিক্ষণের জন্য রেলওয়ে এনআর শিক্ষানবিশদের বিজ্ঞাপন পড়ুন।



১১/০১/২০২৩ অনুসারে বয়সসীমা ১৫ থেকে ২৪ বছর। এই পদে গুলিতে আবেদনের জন্য General / OBC / EWS দের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এসসি, এসটি ও মেয়েদের কোনোরুপ ফি প্রদান করতে হবে না। আবেদনের জন্য ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণী পাশ এবং ITI / NCVT সার্টিফাইড ট্রেডে প্রশিক্ষণ করা থাকতে হবে।