অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে ইতিহাস রচনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট , সেই টেস্ট ম্যাচটিতে জয়ী ভারত। আট উইকেটে জিতে নিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে যখন ভারত তখন জিততে হলে করতে হবে মাত্র ৭৫ রান। জয়ের জন্য প্রয়োজনীয় ৭৫ রান মাত্র দুই উইকেটের বিনিময়ে তুলে নেয় রিচা স্মৃতি মান্ধানারা। মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে ৮উইকেটের এই বিশাল জয় রীতিমতো প্রশংসনীয়।
স্মৃতি মান্ধানার অপরাজিত থাকেন ৩৮ রানে, জেমিমা রড্রিগেসের অপরাজিত ১২ রানে। এর মধ্যে দিয়ে ভারত জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।
১৯৯৫ সালের পর আবার প ঘরের মাঠে একাধিক টেস্ট খেলে।'ইতিবাচক ক্রিকেট' খেলে তারা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অর্জন করে।
ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা দুটি হোম টেস্টে ভারতের দুর্দান্ত পারফরমেন্স করে।ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রানের ব্যবধানে জয় পায়,যা কিনা টিম ইন্ডিয়ার তাদের সবচেয়ে বড় জয়। ১১টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম জয়।
এই পর্যন্ত ভারতীয় মহিলা ক্রিকেট দল অবধি ৪১টি টেস্ট ম্যাচ খেলে ভারত ৭টি ম্যাচে জয়লাভ করলো। পরাজিত হয়েছে ৬টি ম্যাচ। ড্র হয়েছে ২৭টি ম্যাচ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊