WBBSE: নতুন বছরে শিক্ষক ও ছাত্রদের জন্য নির্দেশিকা প্রকাশ পর্ষদের, মেনে চলতে হবে এই নিয়ম
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) কর্তৃক সদ্য প্রকাশিত 2024 সালের অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার এর সঙ্গে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা, পরিবর্তন হয়েছে একাধিক গুরুত্বপূর্ন বিষয়।
১) কর্মীদের স্কুলে আসার নির্ধারিত সময় সকাল ১০.৩৫। তবে ১০.৪০ থেকে ১১.১৫ পর্যন্ত লেট মার্ক। তারপর অনুপস্থিত দেখানো হবে।এতদিন সকাল ১১টা ৫ মিনিটের পরে স্কুলে ঢুকলে কোনও শিক্ষককে ‘অনুপস্থিত’ বলে ধরা হতো। এবার সেই সময় ১০ মিনিট বৃদ্ধি করা হয়েছে।
২) বিদ্যালয় প্রধান এর অনুমতি ছাড়া কেউ ৪ টা ৩০ মিনিটের আগে বিদ্যালয় পরিত্যাগ করতে পারবেন না।
৩) ছুটি অনুমোদিত না হলে সাধারণভাবে ছুটি নেওয়া যাবে না।
৪) 214 SE এর কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে।
৫) অবজারভেশন ডে তে কর্মীদের আসতে হবে। এর জন্য আলাদা রেজিষ্টার মেইনটেইন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
৬) Attendance Register এ যেন arrival ও departure দুটোতেই টাইম দিয়ে সই করার জায়গা থাকে।
৭) কোন ছাত্র বিদ্যালয়ে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না এবং শিক্ষক ক্লাসে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারবেন না। তবে কোন শিক্ষক যদি সেটা TLM হিসেবে ব্যবহার করতে চান তো HOI এর লিখিত অনুমতি নিতে হবে।
৮) শিক্ষকদের যে ক্লাস ( রেগুলার বা প্রভিশনাল) দেওয়া হোক, যেখানে দেওয়া হোক সেখানেই যাবেন কোনও রকম শর্ত ছাড়াই। সময়ে syllabus শেষ করবেন । পরীক্ষা সংক্রান্ত কাজ করবেন।
৯) বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে শিক্ষকরা নোডাল অফিসার হিসাবে কাজ করবেন।
১০) পরীক্ষার খাতা পরীক্ষার হলে বসে দেখতে পারবেন না কোন শিক্ষক।
১১) বিদ্যালয়ের তৃতীয় summative evaluation এর পর remedial class নিতে হবে।
১২) টিউশন, বিজনেস এবং স্টুডেন্টদের শাস্তি প্রদান শিক্ষকদের জন্য নিষিদ্ধ।
১৩) গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা এমসি ও HOI এর নির্দেশ মোতাবেক কাজ করবেন।
১৪) স্কুল চত্বরে ও আশপাশে তামাক দ্রব্য নিষিদ্ধ।
১৫) স্টুডেন্টদের কাছ থেকে পুরনো বই ফেরত নিতে হবে।
১৬) V থেকে VIII পর্যন্ত টিচার্স ডায়েরি মেইনটেইন করতে হবে।
১৭) বিদ্যালয়কে প্রত্যেক স্টুডেন্টের চাইল্ড প্রোফাইল বানাতে হবে। তাতে ছাত্রদের শিখনস্তরে কি রকম উন্নতি হচ্ছে সেটার প্রতিফলন থাকবে এবং তার কপি তিনটে summative এর পর বোর্ডে এবং ডি আই কে পাঠাতে হবে mail করে।
১৮) কম্পিউটার, লাইব্রেরি, ল্যাবরেটরি, ইত্যাদি নানারকম বইয়ের বাইরের ক্লাস সপ্তাহে তিনটে করে থাকবে ক্লাস ফাইভ ও সিক্সে এবং সপ্তাহে দুটো করে থাকবে VII থেকে X এর রুটিনে।
নির্দেশিকায় জানানো হয়েছে, উপরে উল্লেখিত নির্দেশ অমান্য করলে এমসি বা বিদ্যালয় প্রধান বোর্ডকে জানাতে পারেন। বোর্ড তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊