HS Exam 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ন নির্দেশিকা জারি করলো WBCHSE
উচ্চমাধ্যমিক ২০২৪ (HS Exam 2024) এর পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে । মনে করা হচ্ছে, আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে মাধ্যমিকের মতো এগিয়ে আনা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও ।
আজ (WBCHSE) ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Exam 2024) শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সাহায্যকারী (Writer) এবং অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে (Extra Time) গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তি জারি করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বিজ্ঞপ্তিতে (Notice) জানানো হয়েছে, অতিরিক্ত সময় সহ লেখায় সাহায্যকারী (Writer) এর ক্ষেত্রে যে সমস্ত তথ্য প্রয়োজন-
১) বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত পরীক্ষার্থীর আবেদন পত্র।
২) বিদ্যায়তনের প্রধানের চিঠি। এই চিঠিতে যে তথ্যগুলি অবশ্যই থাকতে হবে-
- পরীক্ষার্থীর নাম, রোল নং, রেজিস্ট্রেশন নং এবং মোবাইল নম্বর।
- লেখায় সাহায্যকারীর (Writer) নাম, ঠিকানা ও তার শিক্ষাগত যোগ্যতা।
- পরীক্ষার্থীর সেন্টারের নাম, সেন্টার কোড, বিদ্যালয় প্রধানের মোবাইল নাম্বার ও e-mail id ।
৩) পরীক্ষার্থীর Admit Card ও Registration এর প্রত্যায়িত ফটোকপি।
৪) প্রতিটি আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী ও Writer এর (সাহায্যকারী) প্রত্যেকের ৪ (চার) কপি করে Passport Size এর ছবি।
৫) সাহায্যকারীর (Writer) শিক্ষাগত যোগ্যতা অনধিক একাদশ শ্রেণীর মধ্যে হতে হবে এবং এ সম্পর্কিত একটি বিবৃতি সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানের কাছ থেকে এনে যুক্ত করতে হবে।
৬) শারীরিক প্রতিবন্ধকতা (Physically Challenged) সম্পর্কিত সরকারী সার্টিফিকেটের প্রত্যায়িত নকল।
৭) অভিভাবকের স্বাক্ষরিত সাহায্যকারীর (Writer) "No Objection Letter" দিতে হবে।
৮) মাধ্যমিক পরীক্ষায় সাহায্যকারী (Writter) ব্যবহার করার অনুমতি পেয়ে থাকলে , অনুমতি পত্রের প্রত্যায়িত নকল।
আর শুধুমাত্র অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে (Extra Time) যে সকল তথ্যের প্রয়োজন-
১) বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত পরীক্ষার্থীর আবেদন পত্র।
২) বিদ্যায়তনের প্রধানের চিঠি। এই চিঠিতে যে তথ্যগুলি অবশ্যই থাকতে হবে-
- পরীক্ষার্থীর নাম, রোল নং, রেজিস্ট্রেশন নং এবং মোবাইল নম্বর।
- লেখায় সাহায্যকারীর (Writer) নাম, ঠিকানা ও তার শিক্ষাগত যোগ্যতা।
- পরীক্ষার্থীর সেন্টারের নাম, সেন্টার কোড, বিদ্যালয় প্রধানের মোবাইল নাম্বার ও e-mail id ।
৩) পরীক্ষার্থীর Admit Card ও Registration এর প্রত্যায়িত ফটোকপি।
৪) শারীরিক প্রতিবন্ধকতা (Physically Challenged) সম্পর্কিত সরকারী সার্টিফিকেটের প্রত্যায়িত নকল।
৫) মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত সময়ের অনুমতি পেয়ে থাকলে , অনুমতি পত্রের প্রত্যায়িত নকল।
৬) আবেদনকারী পরীক্ষার্থীর ৩ কপি পাসপোর্ট সাইজ ফটো।
এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী পরীক্ষার্থীদের পক্ষ থেকে উপরোক্ত তথ্য সহ সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করলে অতিদ্রুত অনুমতি পত্র দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊