Holiday List-2024: মধ্যশিক্ষা পর্ষদের আসন্ন ২০২৪ শিক্ষাবর্ষে ৯০ দিনের ছুটি ঘোষণার আবেদন


Holiday List-2024




শিক্ষক সংগঠন " অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (APGTWA)" এর পক্ষ থেকে আগামী ২০২৪ শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা ( HOLIDAY LIST-2024) ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সংক্রান্ত বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদকে আজ একাধিক দাবি জানানো হয়েছে-


(১) পূর্বের শিক্ষাবর্ষগুলিতে ৬৫ দিন ছুটি নির্দিষ্ট থাকলেও প্রতিবছর অত্যধিক গরমের কারণে হঠাৎ করে অতিরিক্ত ছুটির ঘোষণা করছে রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দপ্তর। এরফলে স্কুলের পঠনপাঠন, পরীক্ষা ও একাডেমিক কার্যাবলী বিঘ্নিত হচ্ছে। সুতরাং, গ্রীষ্মকালীন ছুটির দিনসংখ্যা, স্কুল কর্তৃপক্ষের অধীন ও অন্যর কয়েকটি প্রয়োজনীয় ছুটি বৃদ্ধি করে পূর্বের মতো ২০২৪ শিক্ষাবর্ষে ৯০ দিন ছুটির ঘোষণা নোটিফিকেশন মাধ্যমে প্রকাশ করা হোক।




(২) নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস ছুটি অথচ পালনীয় ঘোষণায় সমস্যা তৈরি হয়, এই তিনটি দিন ছুটি না রেখে ২০২৪ শিক্ষাবর্ষে পালনীয় ঘোষণা করা হোক।




(৩) DI, ADI, SI সহ স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত অফিস ও অফিসগুলি শনিবারগুলি বন্ধ থাকলেও স্কুল খোলা থাকে। শিক্ষাবর্ষের ৫২ টি শনিবার ছুটি ঘোষণা করে ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশের সুযোগ বৃদ্ধি করার দাবি জানাই।




(8) Right to Education Act" অনুসারে 1000 ঘন্টা বিদ্যালয় দিবস বা School Hour করার কথা বলা হয়েছে। শিক্ষাবর্ষে 65 দিন ছুটি ও শনিবার ছুটি দিয়েও 1000 ঘন্টার বেশি Education Hour রক্ষা করা যায়। কিন্তু, বর্তমানে স্কুল শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ তদপেক্ষা অনেক বেশি পঠনপাঠনের সময় Academic Calendar তে নির্দেশ দিচ্ছেন। এই বিষয়ে পূর্ণাঙ্গ হিসাব পূর্বেই আমরা শিক্ষা দপ্তরকে দাবিপত্রের মাধ্যমে জানিয়েছি। হিসাবের তুলনায় প্রতি বছর আমরা 1000 ঘন্টার পরেও আরও 300 ঘন্টার বেশি School Hour অতিবাহিত করছি। স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন মনে করলে সংগঠন সেই বিষয়ে সাহায্য করতে সদা প্রস্তুত।




(৫) ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশ ও খেলাধূলার পরিসর বৃদ্ধির জন্য আসন্ন ২০২৪ শিক্ষাবর্ষে ১০০০ ঘন্টা বিদ্যালয় দিবস বা School Hour কার্যকরী করতে স্কুলের ছুটির সময় বিকাল ৪ টা করাই যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত।




APGTWA এর সভাপতি চন্দন গড়াই জানিয়েছেন- "উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে আগামী ২০২৪ শিক্ষাবর্ষের Academic Calendar 3 Holiday List প্রকাশ করার দাবি জানানো হয়েছে।"