নয়া অধিনায়ক পেল মুম্বাই ইন্ডিয়ান্স, এবার দায়িত্বে হার্দিক
নয়া অধিনায়ক পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৪ এর আইপিলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাট টাইটান্স ছাড়ার পরেই জল্পনা বাঁধছিল হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে। অনেকেই বলছিলেন যে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নতুন অধিনায়ক হতে পারেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। আর ঠিক তাই হল। সব জল্পনার মধ্যেই এবার হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল আগামী মরসুমের আইপিএলের জন্য।
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় হার্দিকের। ২০২২ সালে মুম্বই ছেড়ে গুজরাত শিবিরে যোগ দিয়েছিলেন। প্রথমবারেই ক্যাপ্টেন হিসেবে সফল হয়েছিলেন। খেতাব জিতেছিল গুজরাত। মুম্বই ইন্ডিয়ান্সে ২ বছরের ব্যবধানে ফিরে এসে এবার ফের অধিনায়ক হয়ে গেলেন এই অলরাউন্ডার।
গত আইপিএলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েছিল গুজরাত। অধিনায়ক হিসেবে হার্দিক এর প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। জাতীয় দলেও ভালো পারফরমেন্সের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন হার্দিক। আপাতত চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন হার্দিক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊