রুটিন মাফিক চিতা বাঘকে স্থানান্তর করলো বর্ধমান জুলজিকাল পার্ক

Burdwan Zoological Park


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

২০২১ সালে বর্ধমান জুলজিকাল পার্কে জন্মগ্ৰহন করে এই ফিমেল চিতা বাঘটি। বর্তমানে চিতায় বয়স প্রায় দু বছর।সরকারী নিয়ম অনুয়ায়ী কিছু কিছু পশুদের এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়।সেই কারণেই বর্ধমান জুলজিকাল পার্ক ‌থেকে আজ বেঙ্গল সাফারির উদ্দেশ্যে পাঠানো হলো এই ফিমেল চিতা বাঘ টিকে।এর পরিবর্তে একটি ছোটো মেল বাঘকে এখানে আনা হবে হবে বলে জানান জুলজিকাল পার্ক ‌কতৃপক্ষ।




বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের উল্টোদিকে আছে এই জুলজিকাল অভয়ারণ্য।এই অভয়ারণ্যে আছে নানা ধরনের পশু পাখি।আছে হরিন,ভাল্লুক, চিতার মতো জিব জন্তু।আর এই শীতের সময় এই সব পশু পাখি দেখে সাধারণ মানুষের পাশাপাশি পার্কে ভীর জমায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।


বর্ধমান জুলজিকাল পার্কের আধিকারিক নিশা গোস্বামী বলেন এটা রুটিন মাফিক চিতা টিকে বেঙ্গল সাফারিতে পাঠানো হচ্ছে।



পশু চিকিৎসক চিকিৎসক তপন কুমার ঘোষ বলেন এই চিতাটি ২০২১ সালে এখানেই জন্মগ্ৰহন করে।নিয়ম অনুযায়ী একে আজ বেঙ্গল সাফারিতে পাঠানো হচ্ছে।আবার ওখান থেকে একটি পুরুষ চিতা আনা হবে।