Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিয়ে বাড়িতে সিবিআই হানা! তল্লাশি চললো আধ ঘন্টা!

কয়লা পাচার তদন্তে কালীপুর গ্রামে বিয়ে বাড়িতে সিবিআই হানা

CBI raid


কয়লা পাচার মামলার তদন্তে পুরুলিয়ার সৌভিক দে যোগের ঘটনায় বৃহস্পতিবার চোদ্দো ডিসেম্বর বিকালে সিউড়ি এক নং ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের কালিপুর গ্রামের বিধানচন্দ্র নাথের বাড়ীতে সিবিআই হানা। বিয়ে বাড়িতে সিবিআই হানা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, প্রায় আধ ঘন্টা তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। 



কাশীপুরে বিধানচন্দ্র নাথের বাড়ীতে বিয়ে উপলক্ষ্যে এসেছে সৌভিক দে-র পরিবার। সৌভিক উপস্থিত না থাকায় সৌভিককে দেখা করার জন্য সৌভিকের মাকে নোটিশ দেয় সিবিআই এমনটাই খবর। 



সৌভিকের মা সুনন্দা দে বলেন, "পুরুলিয়া জেলায় আমাদের বাড়ীটা সিল করে দিয়েছে। বিয়ে উপলক্ষ্যে এখানে এসেছি । সৈকতকে খুঁজতে এসেছিল । আমার ছেলে জমি কেনা বেচা করে। আমার কোমর ভেঙ্গেছে । ছেলেকে বর্ধমান জেলার শীতলপুরে দেখা করতে বলেছে । আমি সই করে নোটিশ নিয়েছি ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code