কোচবিহার বইমেলায় প্রকাশ হলো- উত্তর-পূর্ব ভারতের ইতিহাস

coochbehar  book fair

মিল্টন মিয়াঁ, কোচবিহারঃ 

২৫ ডিসেম্বর শুরু হয়েছে কোচবিহার জেলা বইমেলা। ২৭ ডিসেম্বর কোচবিহার বইমেলায় প্রকাশ হলো ডঃ নরেন্দ্র নাথ রায় ও প্রসন্ন কুমার বর্মন সম্পাদিত "উত্তর-পূর্ব ভারতের ইতিহাস"। ছায়া পাবলিকেশন থেকে বইটি প্রকাশ পেলো। 

উত্তর-পূর্ব ভারতের ইতিহাস বইটি আসলে ইতিহাসের শেকড় সন্ধানী বিশিষ্ট গবেষক খাঁ চৌধুরী আমানতউল্লা আহমদ রচিত "কোচবিহারের ইতিহাস (প্রথম খন্ড)" গ্রন্থটির নবরূপ সংস্করণ এবং মৌলিক গবেষণার সংযোজনে পরিবর্তিত রূপ অর্থাৎ পুনর্নির্মাণ। 

বইটির বিশেষত্ব হল কোচবিহার তথা উত্তর - পূর্ব ভারতের যে একটা গৌরবময় অতীত, ঐতিহ্য এবং ইতিহাস আছে ; আছে ঐতিহ্যশালী সংস্কৃতি। সেই গৌরবগাঁথা এতদঞ্চলের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার খানিক প্রচেষ্টা। 



লেখক প্রসন্ন কুমার বর্মন জানিয়েছেন- "কোচবিহারের ইতিহাস"-এর মতো বহুল ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ এবং তদানীন্তন কালের প্রায় অদ্বিতীয় একটি আকর গ্রন্থের লেখক হিসেবে মর্যাদার আঙ্গিকে খাঁ সাহেব আক্ষরিক অর্থে এযাবৎকাল অচর্চিত, অনালোকিত এবং অনেকটা যে অবহেলিতই থেকে গিয়েছেন তাতে সন্দেহ নেই। কোচবিহারের আর একজন ইতিহাস অনুসন্ধানী প্রজ্ঞাবান মানুষ বিশিষ্ট সমাজ সংস্কারক মনীষী পঞ্চানন বর্মার অন্যতম কাছের মানুষ বন্ধুবর খাঁ চৌধুরী আমানতউল্লা আহমদ সাহেবের ঐতিহাসিক অবদানকেও বিশেষভাবে তুলে ধরার প্রয়াস করা হয়েছে বইটিতে।

এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোচবিহারের পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলেশ রায়, NBSTC চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্টজন।