golden flute: কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন কে সোনার বংশী উপহার দিলেন বংশীবদন
বর্তমানে চলছে কোচবিহারের মদনমোহনের রাসযাত্রা উপলক্ষে রাসমেলা। আর এই রাস মেলাতে বেশ মজায় আছেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন।
একদিকে যেমন রয়েছে ভোগের মধ্যে বৈচিত্র তেমনি দফায় দফায় উপহার পাচ্ছেন তিনি। মঙ্গলবার মদনমোহন উপহার পেলেন সোনার বাঁশি।
এই বাঁশি উপহার দিলেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। সেইসঙ্গে কোচবিহারবাসীর মঙ্গল কামনায় মদনমোহনের কাছে প্রাণ ভরে পূজো দিলেন তিনি।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, কোচবিহার নিম্ন অসম সহ উত্তরবঙ্গের অন্যতম বড় উৎসব এই রাস উৎসব। এই রাস উৎসবকে কেন্দ্র করে লক্ষ্য লক্ষ্য মানুষের আগমন ঘটে মদনমোহন বাড়িতে আর তাদের মঙ্গল কামনায় আজকে আমরা পূজার আয়োজন করেছি। রাজার ঐতিহ্য পরম্পরা এবং পূজার নিয়ম নীতি মেনে পুজো দেওয়া হল সেই সাথে সাধ্যমত মদনমোহনকে উপহার তুলে দেওয়া হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊