Asansol Utsav: আসানসোল উৎসবে ফসিলসের গান শুনতে হুড়োহুড়ি, আহত ৬, ভর্তি হাসপাতালে

a group of people walking in a crowd


রামকৃষ্ণ চ্য্যাটার্জী, আসানসোল :

অনুষ্ঠানের শুরুর আগেই বিশৃঙ্খলা দেখা দেয় আসানসোল উৎসবে (Asansol Utsav)। হুড়োহুড়ি শুরু হয় অনুষ্ঠানে ঢুকতে গিয়ে ।বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছে । তাদের মধ্যে বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েক জনকে।

জানা গেছে, ফসিলস ব্যান্ডে অনুষ্ঠান ছিল রবিবার রাতে । সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল টিকিট নেওয়ার জন্য । এরপর হুড়োহুড়ি শুরু হয়ে যায় যখন রাতে অনুষ্ঠান শুরুর আগেই দর্শক ঢোকার সময় । বেশ কয়েকজন দর্শক আহত হয়েছে এই ঘটনায়।

উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছিলো টিকিটের সংখ্যা ৬০০০ কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই অনুষ্ঠান দেখতে আগ্রহী। তারা সকলে টিকিট পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিলোই।

আজকের এই ঘটনায় এবার উদ্যোক্তাদের দিকে আঙুল উঠছে ।