গোরু কারবারি তৃনমূলকর্মী খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তারের পরেই অপসারিত কাঁকরতলা থানার ওসি
কুড়ি ডিসেম্বর রাত নয়টা খয়রাশোল ব্লকের পশ্চিম বড়কলা গ্রামের অজয় নদের ধারে এক রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয় । কাঁকরতলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । নাকড়াকোনদা ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে । মৃতের নাম শেখ মতিন (৫০) । বাড়ি পশ্চিম বড়কলা গ্রামে । এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত ছিল । গোরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিল । পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।
খুনের নেপথ্যে অজয় নদের বালিঘাট দখল ? - সেই প্রশ্ন উঠে আসছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা হলো - শেখ হাসু এবং শেখ আসুর । ধৃতদের বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হলে ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক । এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে কাঁকরতলা থানার ওসি সামিম খানকে অপসারিত করা হয়েছে।
সামিম খানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । কাঁকরতলা থানার নতুন ওসি হচ্ছেন সায়ন্তন ব্যানাজী । তিনি এতোদিন সিউড়ি থানায় কর্মরত ছিলেন । এতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊