আজ করভা চৌথ, চলছে প্রস্তুতি 

karva chouth



আজ করভা চৌথ, বিশেষত হিন্দিভাষী সম্প্রদায়ের মধ্যেই এই বিশেষ পূজোর প্রচলন ।

আজ সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধের সময় আকাশে চাঁদের উদয় হলে ছাকনির মধ্যে দিয়ে সেই চাঁদ দর্শন এবং স্বামীর হাতে জলপান করে উপবাস ভাঙবেন স্ত্রীরা।

এবারের তিথি অনুযায়ী বুধবার সকাল থেকেই শুরু হবে করভা চৌথ পূজোর সময়সূচি। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে দেখা মিললো করভা চৌথ ব্রত রাখতে চলা নারীদের।

চালনি সহ পূজোর অন্যান্য সামগ্রী কিনতে আসা গীতা শা এই প্রসঙ্গে বলেন, আজ রাতেই চাঁদের পুজো করভা চৌথ, স্বামীর মঙ্গল কামনা করে উপবাস থেকে এই ব্রত পালন করা হয়, এবং সন্ধ্যায় চাঁদ উঠলে এই চালনির মাঝ দিয়ে চাঁদ দর্শন করে স্বামির হাতে জলপান করে উপবাস এবং পূজোর সমাপ্তি হয়।

করভা চৌথ পূজোর বাজার প্রসঙ্গে জনৈক বিক্রেতা বলেন, এই পূজোয় মুলত আটা চালনি কিনে থাকেন গৃহীনীর।

করভা চৌথ পূজো প্রসঙ্গে পণ্ডিত ধর্মনাথ পান্ডে জানান, সারা দিন উপবাস এবং সন্ধ্যায় চালুনি দিয়ে চাঁদ দর্শন করে স্ত্রী তার স্বামীর মঙ্গল সহ সংসারের উন্নতি কামনা করে। দেবী পার্বতীর নামে উপবাস থেকে সন্ধ্যায় চন্দ্রদেবের দর্শনের পর স্বামীর হাতে জলপান করে উপবাস তথা করভা চৌথ পূজোর সমাপ্তি ঘটবে ।