TMC: নয়া জেলা সভাপতি ও চেয়ারম্যানের তালিকা প্রকাশ করলো তৃণমূল, নতুন কারা?
সামনে লোকসভা নির্বাচন আর তার আগে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের প্রতিটি জেলার সভাপতি ও চেয়ারম্যানের নয়া তালিকা প্রকাশ করা হল। আর সেই তালিকা প্রকাশ হতেই দেখা গেল যেমন একাধিক জেলায় পরিবর্তন করা হয়েছে সভাপতি বা চেয়ারম্যানকে তেমনিই অনেকে বহাল রয়েছেন নিজেদের পদে।
জেলা ভিত্তিক চেয়ারম্যান ও সভাপতির তালিকা থেকে জানা যায় আলিপুরদুয়ার জেলার চেয়ারপারসন গঙ্গা প্রসাদ শর্মা সভাপতি করা হয়েছে প্রকাশ চিক বারিককে। আবার কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারপারসন রয়ে গিয়েছেন গিরিন্দ্র নাথ বর্মন এবং জেলা সভাপতি পদেই রয়েছেন অভিজিৎ দে ভৌমিক। জলপাইগুড়ি জেলার চেয়ারপারসন খগেশ্বর রায় ও সভাপতি মহুয়া গোপ। দার্জিলিং জেলার ক্ষেত্রে সমতলে চেয়ারপারসন অলোক চক্রবর্তী এবং সভাপতি পাপিয়া ঘোষ। আবার পাহাড়ি এলাকায় চেয়ারপারসন এলবি রাই ও সভাপতি শান্ত ছেত্রী।
এদিকে কিছুদিন থেকেই মহুয়া মৈত্রকে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এর মাঝেই আজ মহুয়ার পাশে থাকার স্পষ্ট বার্তা দিল তৃণমূল। এথিক্স কমিটির ‘অনাস্থা’ সত্ত্বেও মৈত্রর (Mahua Moitra) উপরই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস (TMC)। নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি পদে বহাল রইলেন সাংসদ। সোমবার কিছু জেলার নেতৃত্বে বদল এনেছে ঘাসফুল শিবির। তবে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে সংগঠন সামলাতে মহুয়ার উপরই ভরসা রাখল দলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে চেয়ারপারসন রুকবানুর রহমান।
এদিকে বীরভূমের জেলা সভাপতির তালিকায় নাম নেই অনুব্রত মণ্ডলের। তৃণমূলের নতুন তালিকায় বীরভূমে জেলায় কোনও সভাপতির নাম ঘোষণা করা হয়নি। ওই জেলায় দলের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। সভাপতির কাজ সামলাবে বীরভূম জেলার কোর কমিটি। আগেই ওই কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে আবু তাহের খানকে অসুস্থতার কারণে সরিয়ে ওই পদে আনা হয়েছে অপূর্ব সরকার (ডেভিড)-কে। ওই জেলার শাওনি সিংহ রায়কে দলের রাজ্য সম্পাদক করেছে তৃণমূল। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভাপতি পদে সাংসদ খলিলুর রহমানকে রেখে দিলেও চেয়ারম্যান পদে আনা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনকে।
বাঁকুড়া জেলার সভাপতি পদ থেকে দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে সরিয়ে তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে সভাপতি করা হয়েছে। আবার অন্য দিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদে আনা হয়েছে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে। ওই পদে ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊