গ্রামের ছেলেমেয়েদের বিয়ে না হওয়ায় দুশ্চিন্তায় পরিবার, অবাক করা কারণ!
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
অনেক দেখাশোনার পরেও গ্রামের ছেলে মেয়েদের বিয়ে না হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে পূর্ব বর্ধমান জেলার, মেমারি ১ পঞ্চায়েত সমিতির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ণগ্রাম সাঁতরা পাড়া এলাকার বাসিন্দারা। এই গ্ৰামের ছেলে মেয়েদের বিয়ে না হওয়ার কারণ হলো একটাই তা হলো রাস্তা খারাপ।বেহাল রাস্তার কারণে এই এলাকার কোন পাত্র-পাত্রী সাথে অন্যান্য এলাকার ছেলে মেয়ের বিয়ে দিতে চাইছেন না পরিবারের লোকজন। যদিও এটা মিথ্যা বলে দাবী করেন মেমারী ১ পঞ্চেত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা ও দেবীপুর গ্ৰাম পঞ্চেতের প্রধান অশোক কুমার সরকার।
পূর্ব বর্ধমান জেলার মেমারী এক ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে আছে মোট ২৮ টি সংসদ।এই ২৮ টি সংসদের বিভিন্ন এলাকার বেহাল রাস্তার মধ্যে। পূর্ণগ্রাম সাঁতরা পাড়া এলাকার প্রায় দু কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা। ভাঙ্গা এবড়ো খেবড়ো রাস্তায় বর্ষা ছাড়াও জমে থাকে জল। বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। শুধু তাই নয়। প্রায় দু কিলোমিটার রাস্তার মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকলেও লাইট পোস্টে জলে না কোন লাইট। যার ফলে সন্ধ্যা হলে নেমে আসে ঘন অন্ধকার। আতঙ্কের দিন কাটান প্রায় এক থেকে দেড় হাজার মানুষজন। এদিন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ণগ্রাম সাঁতরা পাড়ায় গিয়ে দেখা গেল খুবই শোচনীয় অবস্থায় স্থানীয়রা। এই এলাকায় একটি আইসিডিএস সেন্টার থাকলেও তার অবস্থা বেহাল। বর্ষাতে নেমে আসে জল। শিশুদের বর্ষার কোন জায়গা থাকে না। ফলে পঠন-পাটন শিখে উঠে বলে জানান স্থানীয়রা।
পূর্ণ গ্ৰাম সাঁতারা পাড়া এলাকার বাসিন্দা চন্দনা সাঁতরা বলেন রাস্তা খারাপের জন এই গ্ৰামের কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছেনা।সমন্দ আসছে রাস্তা খারাপ দেখে এখানকার কোনো ছেলে মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছেনা পরিবারের লোকজন।বর্ষার সময় কোনো এম্বুলেন্স ঢুকতে চায়না। অসুস্থ রোগীদের পাঁজাকোলা তুলে পাকা রাস্তার নিয়ে যেতে হয়।বর্ষার সময় ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনা। বহুবার পঞ্চায়েতে জানান হয়েছে কোনো লাভ হয়নি।ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে জায়।ভোট ফুরিয়ে গেলে সব ভুলে জায়।
দেবী পুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকার বলেন রাস্তার জন্য বিয়ে হচ্ছে কি হচ্ছেনা এটাতো একটা ঘটনা। রাস্তা যদি খুব খারাপ পজিশনে থাকে তাহলে তো তারা দাবি করবেই। প্রধান বলেন পঞ্চায়েত বহুকাজ বাকী আছে।কোনো কাজই হয়নি বলে জানান প্রধান।
মেমারী ১পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা বলেন এই অভিযোগ টা সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা অভিযোগ। সভাপতি বলেন তৃণমূল সরকার আসার পর এইরকম গ্ৰাম খুঁজে পাওয়া যাবে না।হয়তো একটু আধটু খারাপ হতে পারে।তবে সেরকম হলে অবশ্যই সেটা ঠিক করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊