পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু

migrant worker



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যোগে ভিন রাজ্যে কাজ করা পশ্চিমবাংলার বাসিন্দাদের জন্য চালু কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে উত্তর দিনাজপুরে। এই নাম নথিভুক্তিকরণ শিবির চলবে ১০ নভেম্বর পর্যন্ত চলবে।

উত্তর দিনাজপুর জেলার ৯৮ টি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মসাথী পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্তিকরণ শিবির খোলা হয়েছে। এই শিবিরে এসে যেমন নাম নথিভুক্তিকরণ করা যাবে। তেমনি প্রশাসনের তরফে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলাপের কাজ করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত হওয়ার পর ভিন রাজ্যে কর্মরত অবস্থায় কোন পরিযায়ী শ্রমিকের মৃত্যু বা দূর্ঘটনায় অক্ষম হলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মিলবে।

এই বাংলার বহু বাসিন্দা পেটের টানে দেশের নানা রাজ্যে গিয়ে কাজ করে। দিল্লি, পাঞ্জাব, কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যে কলকারখানা এবং বাড়িঘর নির্মাণ শিল্পে যুক্ত আছে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শ্রমিক। হামেশাই ভিন রাজ্যে কর্মরত বাংলার বাসিন্দা এই পরিযায়ী শ্রমিকদের দূর্ঘটনায় মৃত্যুর খবর আসে। এমনি সব ঘটনার প্রেক্ষিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে চালু করেছেন নতুন এই প্রকল্প।

গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরে নতুন এই কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছিল। দ্বিতীয় দফায় শুরু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শিবিরে একশো শতাংশ পরিযায়ী শ্রমিকদের নাম এই প্রকল্পে নথিভুক্তিকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য শ্রমদপ্তর।