SSC Upper Primary: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় অভিযোগ, সুপ্রীম কোর্টের দ্বারস্থ চাকরীপ্রার্থীরা
দীর্ঘদিন পর শুরু হয়েছে কাউন্সিলিং। ইতিমধ্যে একাধিক বিষয়ের কাউন্সিলিং শেষ। চাকরীতে যোগদানের অপেক্ষায় । এমন অবস্থায় ফের একবার সুপ্রীম কোর্টের দ্বারস্থ হলেন ৩৫ জন চাকরীপ্রার্থী।
আবেদনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রথম মেধা তালিকায় যারা ছিল তাদের নাম বাদ দিয়ে অনেকের অ্যাকাডেমিক নম্বর, TET নম্বর কম থাকা সত্ত্বেও তা বাড়িয়ে এবং প্রশিক্ষণপ্রাপ্ত নয় যারা তাদের নামও সেই নতুন তালিকায় দেওয়া হয়ছে।
মামলাকারীরা আরও জানিয়েছেন, ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক SLST পরীক্ষা হয়। মোট শূন্য পদ ছিল ১৪,৩৩৯টি। মামলাকারীদের অভিযোগ, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্রথম মেধাতালিকাভুক্ত প্রার্থীদের এবং এরকম অসংখ্য মামলাকারীদের বক্তব্য না শুনেই ২০২৩ সালের ৮ অগস্ট স্কুল সার্ভিস কমিশনকে ইন্টারভিউ প্যানেল প্রকাশের নির্দেশ দেন। যার কাউন্সেলিং প্রক্রিয়া বর্তমানে চলছে।
মামলাকারীদের দাবি, শুধু তাই নয়, চূড়ান্ত অসঙ্গতি ও অস্বচ্ছতা থাকলেও তাদের বক্তব্য না শুনে ডিভিশন বেঞ্চ কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেন।
মামলাকারীদের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান যে এই প্রার্থীরা প্রথম তালিকাভুক্ত। তাদের নাম কেন বাদ দেওয়া হল তার কোনও সদুত্তর নেই। অনেক প্রার্থীর অ্যাকাডেমিক মার্কস বাড়ানো হয়েছে এবং টেট ওয়েটেজ বাড়িয়ে প্যানেলে অন্তর্ভুক্তর্ভু করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন (SSC) টেট মার্কস -এর পুনর্মূল্যায়ণের আগে এবং পরে ওএমআর মার্কস প্রকাশ করতে ব্যর্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)।
মামলাকারীরা এবার সুপ্রীম কোর্টের দিকে তাকিয়ে। এমন অবস্থায় ফের কোন বাঁধা আসতে চলেছে কিনা আপার প্রাইমারী নিয়োগের ক্ষেত্রে এখন সেদিকেই তাকিয়ে উচ্চপ্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊