ত্রান নিয়ে গ্রামে ঢুকতে বাঁধা , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মহিলা সমিতির নেতৃত্বদের

Jaynagar


জয়নগর:

ঘরপোড়া মানুষদের সাহায্য করার জন্য ত্রাণ নিয়ে পৌঁছেছিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। সেই সময় জয়নগরের দলুয়াখাকি গ্রামে ঢোকার আগে গুদামের হাটের কাছে পুলিশি বাধার সম্মুখীন হয় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। 



বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশাল ব্যাডিকেট করে আটকে দেওয়া হয় তাদেরকে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রিক নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সায়ন ব্যানার্জি। 



উল্লেখিত, ঘটনা ঘটার পর মঙ্গলবার সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম প্রতিনিধি দল দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করে । ত্রাণ নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধা সম্মুখীন হয়। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হল রবিবার যখন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ওই এলাকায় দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্য ত্রাণ সামগ্রিক নিয়ে যাওয়া হয় সেই সময় পথ আটকায় পুলিশ। এরপর বাম কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 


এ বিষয়ে সিপিএম নেতা সায়ন ব্যানার্জি বলেন, আমরা ত্রান নিয়ে এসেছি মানুষদের জন্য । মানুষের কাছে কেন এই ত্রান সামগ্রিক পৌঁছাবে না। তৃণমূল তো সাহায্য করছে না ওই মানুষজনদের । আমরা কেন সাহায্য করব না। আর আমরা যদি সাহায্য করতে চাই পুলিশ কেন আমাদের আটকাচ্ছে। ১৪৪ ধারা জারি নেই তারপরেও কেন পুলিশ আটকাচ্ছে। 


অন্যদিকে মহিলা সমিতির নেত্রী মোনালিসা সিনহা জানান, এলাকায় মহিলারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। ওদের বাচ্চারা অনাহারে রয়েছে। আমরা ওই মহিলাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাচ্চাদের জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে কেন? পুলিশ শাসক দলের তাবেদারি করছে। সিভিক পুলিশ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় কি। অসহায় মানুষের সাহায্য কেন করতে দেবে না পুলিশ আমাদেরকে? 



যদিও পুলিশের উপর ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কারণে গ্রামের লোক ছাড়া অন্য কারোকে গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ কর্মীরাই আইন-শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছে। গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে বিডিও অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে। গ্রামে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।