জোর ধাক্কা! বিশ্বকাপ থেকে ছিটকে গেল হার্দিক, বদলে দলে কে?
ভারতীয় ক্রিকেট টিমে বড় ধাক্কা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে তারকা অলরাউন্ডার গোড়ালিতে চোট পান। সেই চোটই হল কাল। আশঙ্কা সত্যি হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেল হার্দিক। হার্দিকের বদলে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। মেগা টুর্নামেন্টের মঞ্চে বেশ ভালই ফর্মে ছিলেন হার্দিক। বিশ্বকাপ থেকে ছিটকে মন খারাপ ক্রীড়াপ্রেমীদের।
বাংলাদেশের বিরুদ্ধে লিটন দাসের শট বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক। চোট পেয়ে মাঠের বাইরে যান আর ফেরেননি হার্দিক। আর সেই ফেরাই হল এবছরের জন্য শেষ ফেরা। চোটের পর বিগত তিন ম্যাচে নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যায়নি। চোট সাড়ানোর চেষ্টা চলছিল। আশা করা হচ্ছিল টুর্নামেন্টের পরের দিকে তিনি ফিরবেন। এমনকী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু শেষমেশ জানা গেল আর ফিরছেন না হার্দিক।
হার্দিকের লিগামেন্টে চোট লেগেছিল। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলে ভারতীয় দলের নির্বাচকরা কোনও অলরাউন্ডার নয়, বরং একজন বোলারকেই বেছে নিলেন। তরুণ ফাস্ট বোলার প্রসিদ্ধ।
প্রসিদ্ধের আন্তর্জাতিক ওয়ান রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে মোট পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেট থেকে এবার সরাসরি মেগা টুূর্নামেন্টেম খেলবেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊