Green Cracker: দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার

police and public



দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ এই বাজি বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার পৌরপ্রধান গৌরীশংকর মাহেশ্বরী ও দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী।

এদিন দিনহাটা শহরের হরতকি তলার মাঠ সংলগ্ন এলাকায় দুটি দোকান নিয়ে শুরু হল বাজিবাজার। সেখানেই মিলবে পরিবেশবান্ধব বাজি এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তবে জানা গিয়েছে এখনো পর্যন্ত আরো বেশ কয়েকটি দোকান যুক্ত হবে এই বাজি বাজারে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি মিলবে এই সব বাজির দোকানে। প্রশাসনের কড়া নজরদারি থাকবে এবং দুর্ঘটনা এড়াতে দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা বাজি বাজার সংলগ্ন এলাকায় উপস্থিত থাকবে প্রতিনিয়ত। জানা গিয়েছে আগামী ৩০ দিনের জন্য বাজি বাজারে অংশগ্রহণকারী দোকানদারদের বাজি বিক্রির অনুমতি দেওয়া হবে। প্রত্যেকটি বাজির প্যাকেটে QR কোড থাকবে, সেই QR কোড স্ক্যান করতে পারবে পুলিশ আধিকারিকরা।

এই সবুজ বাজি বাজার শুরু করে পরিবেশ দূষণ ঠেকাতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা অনেকটাই সফল হবে বলে মনে করছেন সাধারণ মানুষজন।