Earthquake : জোরালো ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লী, কলকাতা সহ গোটা উত্তর ভারত
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত। জানা যাচ্ছে দিল্লী এনসিআরে বেশ জোরালো কম্পন অনুভূতি হয়েছে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকাও কেঁপে ওঠে বলে খবর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। আপাতত সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাত ১১টা বেজে ৩২ মিনিটে কেঁপে ওঠে নেপাল। নেপালে কম্পনের কিছু পরে দিল্লী, উত্তরপ্রদেশ, কলকাতা, বিহারে কম্পন অনুভূত হয়। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Nepal)। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। এই কম্পনে প্রায় গোটা উত্তর ভারতের বেশ কিছু অংশ কেঁপে ওঠে বলে খবর।
তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্র অনুসারে জোরালো কম্পন অনুভূত হয় দিল্লীর এনসিআর-এ। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর বেড়িয়ে রাস্তায় চলে আসে মানুষজন। অল্প সময় কম্পন অনুভূত হলেও আতঙ্কে রাতের ঘুম উড়েছে মানুষের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊