জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার ৫০ তম বর্ষ উদযাপন

men and women



জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার ৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এদিন জলপাইগুড়ি শহরের সংঘ শ্রী ক্লাবের ময়দান থেকে একটি শোভা যাত্রা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে ।

সংস্থার পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যরা। প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার মহিলা সদস্যরা। এর পাশাপাশি শান্তির বার্তাবহ পায়রা ছেড়ে শান্তির বার্তা প্রদান করা হয়।

এদিন শোভাযাত্রার মাঝে মাঝে বিভিন্ন স্থানে বিভিন্ন নাটক পরিবেশন করেন তারা। জলপাইগুড়ির কলাকুশলী নাট্য সংস্থার পাশাপাশি সৃষ্টি মাইন থিয়েটার, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী, সংকল্প নৃত্যায়ন এর সদস্যরা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ের সংস্থার সদস্য অভিজিৎ বসু জানান আজ জলপাইগুড়ি কলা কুশলী নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ। সারা বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করব।