Latest News

6/recent/ticker-posts

Ad Code

সমকামী প্রেম সফল করতে ভিনরাজ্যে পাড়ি বাংলার যুবতী ও নাবালিকার, পুলিশি হস্তক্ষেপে ফিরলো বাড়ি

সমকামী প্রেম সফল করতে ভিনরাজ্যে পাড়ি বাংলার যুবতী ও নাবালিকার, পুলিশি হস্তক্ষেপে ফিরলো বাড়ি

Same sex love


আর পাঁচটা সাধারণ প্রেমের মতন ওদের প্রেম নয়, ওরা সমকামী! আর তাই প্রেমের টানে বাড়ি থেকে বহু দূরে গিয়ে ভেবেছিল সংসার বাঁধবেন তারা। সেই মতন বাড়ি থেকে ভিন রাজ্যে পাড়িও দিয়েছিল তারা, এরপরই পুলিশের হস্তক্ষেপে অন্ধ্রপ্রদেশ থেকে পূর্ব বর্ধমান জেলার কালনায় ফিরিয়ে নিয়ে আসা হলো এক নাবালিকা ও এক যুবতীকে। 



তাদের পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত শিকারপুর এলাকার এক যুবতীর সাথে ওমরপুর এলাকার এক নাবালিকা মেয়ের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয় । প্রথমে বন্ধুত্ব পরবর্তী সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক বাড়িতে মেনে নেবেনা আর তাই এ রাজ্য ছেড়ে গত তিন মাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা। আর তারপরই দুটি পরিবারই থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নেমে দুজনকেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code