দিনহাটায় বিজেপির বিজয়া সম্মিলনীতে বাঁধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

dinhata bijaya sammilani



দিনহাটা, সংবাদ একলব্যঃ

বিজেপির বিজয়া সম্মিলনীতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের বড় আটিয়াবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বিজেপি ZP ৫ নং মন্ডলের সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী অভিযোগ করে বলেন আজ দিনহাটা এক নং ব্লকের বড় আটিয়াবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপি নেতাকর্মীদের নিয়ে তাদের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল এবং সেই সাথে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষে দলীয় কর্মীদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল। সমস্ত প্রস্তুতি সেরে তারা যখন একত্রিত হয়ে রান্নার আয়োজন করে ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত হার্মাদ বাহিনীরা এসে তাদের বিজয়া সম্মিলনী বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেয় এবং একপর্যায়ে সেখানে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় পতাকাতে আগুন লাগিয়ে দেয়। বিজেপির আরও অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তাদেরকে ধমক দেয় এবং বলে এখানে কোনভাবেই অন্য কেউ এসে অন্য কোন রাজনৈতিক দল করতে পারবে না।

অপরদিকে অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বড় আটিয়াবাড়ী দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান বলেন এরকম কিছুই হয়নি। কোন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপির বিজয়া সম্মিলনী বন্ধ করার কথাও বলেনি। যেহেতু বাংলায় প্রায় দীর্ঘ ২ বছর যাবত ১০০ দিনের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত তাই বিজেপি নেতাকর্মীরা যখন বিজয়া সম্মিলনীর আয়োজন করে তখন স্থানীয় গ্রামবাসীরা সেখানে গিয়ে ১০০ দিনের টাকার দাবি জানায়। আর সেটাকেই বিজেপি তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

যদিও ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেখান থেকে জমায়েতকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।