Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja : দেবীর ভোগ নিবেদনের থালা তৈরি করে রোজগারের পথ দেখছেন মহিলারা

Durga Puja : দেবীর ভোগ নিবেদনের থালা তৈরি করে রোজগারের পথ দেখছেন মহিলারা

Durga Puja



পুজো মানেই প্যান্ডেল হপিং,আড্ডা সঙ্গে দেদার খাওয়া দাওয়া। আর তাই বাজারে চাহিদা শালপাতার ছোট বড় থালার। প্লাস্টিক পণ্যের বন্ধের পর এই থালার চাহিদা আরও বেশি।

জলপাইগুড়ির বেলাকোবা সংলগ্ন মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গেটবাজার এলাকার চারপাশ বৈকন্ঠ‍্যপুর জঙ্গলের শাল-সেগুনে ঘেরা। আর সেখানকার একাধিক মহিলা দীর্ঘ বছর ধরে এই শালপাতা বানিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে।

জঙ্গল থেকেই শালের কাচাঁ পাতা নিয়ে এসে অন্তত একদিন রোদে শুকানোর পর তারপর পাতা দিয়েই থালা - বাটি গ্লাস তৈরি করছেন। বতর্মান বাজারে এক প‍‍্যাকেট অর্থাৎ ১০০ টি শালপাতার দাম ৬০ টাকা।শিলিগুড়ি, বেলাকোবার পাইকাররা এসে তা নিয়ে যান। আগে দাম কম থাকলেও এখন খানিক বেড়েছে। সব মিলিয়ে মাসে ৫০০০ - ৬০০০ টাকা রোজগার হয়।

সামনেই পুজো, অনেক মন্ডপে মন্ডপে প্রসাদ খাওয়া - ভোগ বিতরণ দেখা যায় শালপাতার থালায় । তারপর শীত কাল মানেই বিয়ে সহ অনুষ্ঠানের মাস। তাই এই পুজো মরশুমে নাওয়া - খাওয়া বাদ দিয়ে শালপাতার কাজে ব‍্যস্ত রাজগঞ্জের মান্তাদারি বনবস্তির মহিলারা। এবার পুজোয় খানিক অর্থলাভ হবে বলেই আশায় বুক বেঁধেছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code