Terror Attack: বেলজিয়ামে সন্ত্রাসী হামলা! মাঝপথে বন্ধ ইউরোর কোয়ালিফায়ার ম্যাচ
একদিকে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পেড়িয়ে গেছে এক বছর থামার নাম নেই তখন অন্যদিকে ইসরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে এর মাঝেই এবার বেলজিয়ামে চললো গুলি। ইউরো ২০২৪ এর কোয়ালিফায়ারে সুইডেন বনাম বেলজিয়ামের ম্যাচ চলাকালীন হঠাৎই স্টেডিয়ামের কাছে চললো গুলি। স্টেডিয়াম থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ব্রাসেলসে সোমবার গভীর রাতে বন্দুকযুদ্ধ হয়। আর তাতে প্রাণ হারান দুইজন নাগরিক।
এই ঘটনার জেরে নিরাপত্তার কারণে তড়িঘড়ি বাতিল করা হয় বাকি খেলা। হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছে বেলজিয়াম পুলিশ। সুইডেনের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শোকবার্তা জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে।
সোমবার সন্ধ্যায়, বেলজিয়ামের জাতীয় সংকট কেন্দ্র ( Belgium's national crisis centre) সন্ত্রাসী সতর্কতা (terrorist alert) জারি করে। মনে করা হচ্ছে সন্ত্রাসী হামলা। তবে এখনও চূড়ান্ত ভাবে কে, কেন এই হামলা চালালো তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊