কংগ্রেসে ফিরছেন সাংসদ সৌমিত্র খাঁ? জল্পনা তুঙ্গে
সামনে লোকসভা আর তার আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র দলবদলের জল্পনা মাথা চাড়া দিয়েছে বাঁকুড়ার রাজনীতিতে। নিজের পুরোনো দল কংগ্রেসে ফেরার জল্পনা দানা বেঁধেছে সৌমিত্র খাঁ-কে নিয়ে। তৃণমূলের দাবি, ২০২৪-এ বিজেপি থেকে আর টিকিট পাওয়া যাবে না বুঝতে পেরে কংগ্রেসে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন সৌমিত্র (Saumitra Khan)। যদিও এবিষয়ে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ।
সম্প্রতি প্রদেশ কংগ্রেসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। প্রয়াত কংগ্রেস (Congress) নেতা তড়িৎকুমার কোলের স্মৃতিতে সিহর অঞ্চল কংগ্রেস কমিটির তরফে সম্প্রতি একটি রক্তদান শিবিরের মঞ্চে প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চট্টোপাধ্যায়-সহ অন্য কংগ্রেস নেতাদের পাশেই দেখা যায় বিষ্ণুপুরের সাংসদকে। ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দলবদলের জল্পনা মাথা চাড়া দিয়েছে।
আগে কংগ্রেস করতেন সৌমিত্র খাঁ। ২০১১-এ কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে কোতুলপুর থেকে বিধায়কও হন। এখন তিনি বিজেপির সাংসদ। সৌমিত্র খাঁর সাফাই, এলাকার বর্ষীয়ান নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভা উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊