মহালয়ার দিন বলয়গ্রাস সূর্যগ্রহন! কখন, কোথা থেকে দেখা যাবে গ্রহন?

Ring of Fire


আগামী শনিবার ১৪ অক্টোবর মহালয়া। শনিবার একদিকে যখন মহালয়া তখন অন্যদিকে ওই দিনেই বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর আকাশে। যদিও এই গ্রহন ভারত দেখা যাবে না। উত্তর এবং দক্ষিণ আমেরিকার কিছু কিছু এলাকা থেকে বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ১৪ই অক্টোবর ভারতীয় সময় রাত ৮টা ৩৫ মিনিট গ্রহন শুরু হবে যা চলবে শনিবার রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত।



এদিন দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহন। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এমনভাবে অবস্থান করবে যে পৃথিবী থেকে সূর্যকে আংটির মতো দেখাবে। উজ্জ্বল আংটির মতো দেখা যাবে সূর্যকে। চাঁদের ছায়া পড়বে সূর্যের ঠিক মাঝখানে। সূর্যগ্রহণের সময় চাঁদ এবং পৃথিবীর দূরত্ব যদি সর্বাধিক হয়, তখন বলয়গ্রাস গ্রহণ হয়ে থাকে। কারণ, অধিক দূরত্বের কারণে পৃথিবী থেকে চাঁদকে ছোটো দেখা যায় ফলে সূর্যের আলো সম্পূর্ণরূপে চাঁদের ছায়ায় ঢাকা পড়ে না। চাঁদের ছায়ায় সূর্যের মাঝখানের অংশ কালো দেখায় আর সূর্যের আলোয় বাকি অংশ আংটির উজ্জ্বল আকার দেখায়।



বিজ্ঞানী খালি চোখে গ্রহন দেখতে নিষেধ করেছেন। গ্রহণের সময়ে সূর্যের তেজ ক্ষীণ থাকলেও খালি চোখে সে দিকে না তাকানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। ভারত থেকে এই গ্রহন না দেখা গেলেও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অফিশিয়াল সোশ্যাল হ্যাণ্ডেলে অনলাইনে দেখা যাবে গ্রহন।