নিখোঁজ ডেলিভারি বয়, চাঞ্চল্য এলাকাজুড়ে 

Delivery boy missing


জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর:

এক ডেলিভারি বয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য। থানার দ্বারস্থ পরিবারের সদস্যরা। এ নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল নিখোঁজ ডেলিভারী বয়ের পরিবারের সদস্যরা।



জানা গেছে নিখোঁজ যুবকের নাম সুরজিৎ বর্মন (28)।বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের আউট কলোনি এলাকায়।পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় ওই যুবক।এরপর প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে হরিরামপুর রওনা হয় যুবক। 


এদিকে যুবকের বাড়ি ফেরার সময় হলেও যুবক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন যুবকের পরিবারের সদস্যরা।যুবকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তার পরিবারের সদস্যরা কিন্তু কোন লাভ হয়নি। 



এমতো অবস্থায় গঙ্গারামপুর থানার দ্বারস্থ হলেন নিখোঁজ ডেলিভারি বয়ের পরিবারের সদস্য। করা হলো গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে নিখোঁজ যুবকের বাবা এবং তার এক সহকর্মী জানান।