১১ বছরের নিখোঁজ কিশোরীর খুনের দায়ে আটক প্রতিবেশী এক ব্যাক্তি

Jalpaiguri news


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

গত ৩দিন আগে আচমকাই নিখোঁজ হয়ে যায় ১১ বছরের কিশোরী। এলাকায় সবরকম ভাবেই তল্লাশি চালিয়েও খোঁজ মেলে না তার। পুকুর গুলিতেও তল্লাশি চালাতে নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।



নিখোজ কিশোরীর নাম কল্পনা রায়(১১)। জানা যায় গত শুক্রবার দুপুরের পর বাড়িতে থেকে বের হয়ে খেলাধূলা করছিল বাড়ির সামনেই। এরপর হঠাৎই নিখোজ হয়ে যায় কল্পনা। গতকাল সন্ধ্যায় ফালাকাটা থানার অন্তর্গত খগেনহাট সংলগ্ন ঘটপাড় সরু গাও থেকে বস্তা বন্দী অবস্থায় উদ্ধার হয় দেহ, এরপরই গতকাল রাতেই নিখোঁজ নাবালিকার এক প্রতিবেশীকে আটক করে পুলিশ। এরপরই এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।



গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত রয়েছে। স্থানীয়রা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার পরে সেই বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনীকে। এখনো পর্যন্ত কিশোরীর মৃতদেহ বাড়িতে পৌঁছায়নি তবে এলাকার পরিস্থিতি বেলা বাড়তে বাড়তে আরো ভয়ংকর আকার নিচ্ছে ।জেলা পুলিশের তরফে আরো পুলিশ মোতায়েন করা হচ্ছে। গোটা ঘটনা এখনো তদন্ত সাপেক্ষ। কিশোরী নিখোঁজ বস্তাবন্দী দেহ উদ্ধার যাবতীয় কাণ্ডের রহস্য দানা বাঁধতে শুরু করেছে।