Viral Video Kavala Song : কাভালা গানে দুধ সাদা শাড়িতে সাহসী ঝলক দেখলেন সুন্দরী যুবতী, দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় কখন কি ভাইরাল হয়ে যাবে তা কেউ বলতে পারে না। কে জানতো প্লাটফর্মে গান গাওয়া রানু মন্ডল কিংবা বাদাম বিক্রেতা কাকুকে ! কেমন করে আচমকাই ভাইরাল হয়ে গেলো দুজনেই।
স্যোসাল মিডিয়া এমন এক প্লাটফর্ম যেখানে আপনার শৈলি দেখানোর জন্য এক উন্মুক্ত পরিবেশ পাবেন। সেখানে বিভিন্ন রুচির দর্শক রয়েছে। কার কখন কি ভালো লাগবে তা বুঝে উঠার আগেই হয়তো আপনি ভাইরাল হয়ে যাবেন।
বর্তমানে এই স্যোসাল মিডিয়া প্লাটফর্ম গুলো অর্থ উপার্জনের একটি মাধ্যমও হয়ে উঠেছে। ছোট ছোট ভিডিও তৈরি করে পোস্ট করে অর্থ উপার্জন করা যায় এখান থেকে। ফলে ক্রমশই জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে এই সকল স্যোসাল মিডিয়া প্লাটফর্ম গুলোর।
ইনস্টাগ্রামের ‘অনিকা বিজয়ী বিক্রামান ফ্যান পেজ’ সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে দুধ সাদা শাড়ি ও স্লিভলেস ব্লাউজেই দেখা দিয়েছিলেন তিনি। সাহসী অবতারেই ‘কাভালা’র তালে নিজের জাদু দেখিয়েছেন । একাংশের মতে, তামান্না ভাটিয়াকেও রীতিমতো টেক্কা দিয়েছেন তিনি। অবশ্য সেকথা কমেন্টবক্সে নজর দিলেই স্পষ্ট হবে।
গত ১০-ই আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’। ইতিমধ্যেই দক্ষিণী দর্শকদের পাশাপাশি সমস্ত ভারতীয় দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে এই ছবি। পুনরায় রজনীকান্তকে বড়পর্দায় দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। ছবিতে ‘কভালা’ গানের তালে সকলের মন জয় করে নিয়েছেন তামান্না ভাটিয়া। সাথে দেখা দিয়েছিলেন রজনীকান্তও। এই মুহূর্তে সব মিলিয়ে কাভালা গানের তালে তাল মিলিয়েই একাংশের নজর কাড়ছেন অধিকাংশ।
watch video
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊