আকাশ থেকে পড়া এক অজানা যন্ত্রে রহস্য দানা বাঁধছে এলাকায়

weather repport



আকাশ থেকে পড়া এক অজানা যন্ত্রে রহস্য দানা বাঁধছে এলাকায়। এমনি এক অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পাগলীগছ গ্রামের কাঁঠাল বাড়ি এলাকায়।

(ads1)

শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা সেই যন্ত্রটির কিছুটা অংশ মাটিতে পড়ে থাকতে দেখে আর কিছুটা অংশ গাছে ঝুলে রয়েছে। এই অজানা যন্ত্রের খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

(ads2)

স্হানীয়দের অনুমান এটি একটি স্যাটেলাইট ওয়েদার রিপোর্ট পাঠানো যন্ত্র। যদিও এই যন্ত্রটি কি অন্য কোনও দেশের তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। যদিও স্হানীয়রা অনুমান করছে এটি সাউথ করিয়ার ওয়েদার রিপোর্ট পাঠানোর যন্ত্র। তাহলে কি ওয়েদার সিস্টেম নষ্ট হয়ে এখানে পড়েছে তা নিয়ে রহস্য দানা বাঁধছে চোপড়ায়।

শনিবার বিকালে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে এসে যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।