Birth Certificate: স্কুলে ভর্তি থেকে বিয়ের রেজিস্ট্রি- সবকিছুই এবার এক সার্টিফিকেটে
স্কুলে ভর্তি থেকে চাকরি, বিয়ে, এমনকি ভোট প্রদানও- সবকিছুই এবার হবে একটি শংসাপত্রে। বাদল অধিবেশনেই এই বিষয়ে বিল পাশ করিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে এই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করেছেন ও সেটি আইনে পরিণত হয়েছে। আগামী অক্টোবর মাস থেকেই এই আইন কার্যকর হতে চলেছে।
ভোটার কার্ড বা আধার কার্ড বা নাগরিকত্বের পরিচয়বাহী অন্য কোনও শংসাপত্র নয়, কেবল জন্ম শংসাপত্রেই (Birth Certificate) হবে সমস্ত কাজ। গত বাদল অধিবেশনেই এই বিষয়ে বিল (‘Registration of Births and Deaths (Amendment) Bill 2023) পাশ করিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকেই সিঙ্গল সার্টিফিকেট হিসাবে জন্ম শংসাপত্র (Birth Certificate) গ্রাহ্য হবে। অর্থাৎ স্কুল-কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা তৈরি, আধার নম্বর ইস্যু, বিয়ের রেজিস্ট্রি থেকে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও কেবল জন্ম শংসাপত্র (Birth Certificate) দিলেই চলবে। এই বিষয়ে ইতিমধ্যে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, সামাজিক প্রকল্পগুলির বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করবে এবং ডিজিটাল রেজিস্ট্রেশনও নিশ্চিত করবে। আবার জন্ম বা মৃত্যুর ৭ দিনের মধ্যেই সেটা ডিজিটাল ডেটাবেসে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊