mummified alien: অবশেষে মিললো প্রমান ! ভিন গ্রহের প্রাণীর মৃতদেহ ! চাঞ্চল্য বিশ্বজুড়ে
ভিন গ্রহের প্রাণী কি সত্যিই বসবাস করত আমাদের পৃথিবীতে? এই প্রশ্ন নিয়ে যখন সারা বিশ্ব তোলপাড় ঠিক সেই সময় এক প্রশ্নকেই যেন ফের উসকে দিল মেক্সিকোর ইউএফও বিশারদ জেইমি মৌসান। মেক্সিকোয় সরকারের হাতে এল দুই আজব মৃতদেহ। যার সঙ্গে মানুষের মৃতদেহের কোনও মিল নেই বলেই দাবি।
রয়টার্স জানিয়েছে- ভিন গ্রহের প্রাণীর মৃতদেহ মিলল মেক্সিকোতে (mummified alien) ! সম্প্রতি প্রাপ্ত মৃতদেহ দুটির ডিএনএ পরীক্ষা করে দেখা হয়। তার ভিত্তিতেই এমনটা দাবি করেছেন ইউএফও বিশারদ জেইমি মৌসান।
An alleged alien corpse displayed during a briefing on UFOs at the San Lazaro Legislative Palace in Mexico City Sept. 12, 2023. (REUTERS/Henry Romero) |
মেক্সিকো সরকারের তরফে এই দুই মৃতদেহকে মেক্সিকোর অটোনমাস ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেখান থেকে রেডিয়োকার্বন পদ্ধতিতে বয়স জানা গিয়েছে দেহগুলির। প্রদর্শনী আয়োজকদের দাবি, অন্ততপক্ষে এক হাজার বছর পুরনো সমাধিস্থ থাকা মৃতদেহগুলি। পেরুর কাসকো থেকে এই দেহগুলি উদ্ধার করা হয়েছে।
A Mexican journalist testified that "non-human" beings were found in Peru mines. (REUTERS/Henry Romero) |
প্রদর্শনীর জন্য এই মৃতদেহগুলিকে মেক্সিকোর সংসদ কক্ষে রাখা হয়। গোটা আয়োজনের নেপথ্যে ছিলেন বিশিষ্ট ইউএফও বিশারদ জেইমি মৌসান। এই দিন তিনি সংবাদমাধ্যমকে জানান, এই নমুনাগুলি আমাদের পৃথিবীর বিবর্তনের অংশ নয়। তবে কোনও ইউএফও ভেঙে পড়ার পর দেহগুলি পাওয়া গিয়েছে বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, বিজ্ঞানীরা ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা করেছে এই বিশেষ মৃতদেহের। দেখা গিয়েছে ডিএনএ-এর ৩০ শতাংশ একেবারেই অপরিচিত গবেষকদের কাছে। সেই তথ্য থেকেই মনে করা হচ্ছে, মৃতদেহগুলি ভিন গ্রহের কোনও প্রাণীর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊