Latest News

6/recent/ticker-posts

Ad Code

Justin Trudeau Apologises:চাপের মুখে ক্ষমা চাইলেন কানাডার PM

Justin Trudeau Apologises: চাপের মুখে ক্ষমা চাইলেন কানাডার PM

Justin Trudeau Apologises



নাৎসি জমানার এক সেনা কর্মীকে সম্মান জানানোয় কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন সে দেশের মানুষ। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী।


বুধবার কানাডার হাউস অফ কমনসে ক্ষমা চেয়ে নেন জাস্টিন ট্রুডো। নাৎসি জমানার সঙ্গে যুক্ত চিলেন, এমন মানুষকে সম্মান দিয়ে তিনি অত্যন্ত ভুল করেছেন। নাৎসি জমানার সঙ্গে যাঁরা লড়াই করেছেন, তাঁদের প্রতি অবিচার হয়েছে বলেও বুধবার কানাডার হাউস অফ কমনসে এই বলে ক্ষমা চেয়ে নেন ট্রুডো।


প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাজিরায় যখন নাৎসি জমানার এক প্রবীণ ব্যক্তিকে সম্মান জানানো হয়, তার তীব্র বিরোধিতা করে রাশিয়া। এমনকী কানাডা যা করেছে, তা অত্যন্ত বিরক্তিকর বলেও ক্ষোভ উগরে দেয় ক্রেমলিন। ফলে ওই ঘটনার জেরে ঘরে,বাইরে প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন জাস্টিন ট্রুডো।


এদিকে নিজ্জার হত্যার পিছনে ভারতের ভূমিকা নিয়ে বক্তব্য রেখেও কোণঠাসা হয়েছেন ট্রুডো। ভারতের সরকারি সূত্রের দাবি, খালিস্তানি সন্ত্রাসী হরদীপ নিজ্জারকে আসলে খুন করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সূত্র জানায়, মাদক ব্যবসা নিয়ন্ত্রণের কারণেই নিজ্জারকে হত্যা করা হয়েছে। কানাডার দুই আইএসআই এজেন্ট রাহাত রাও এবং তারিক কিয়ানি নিজ্জার হত্যার সঙ্গে জড়িত। তারা দুজনই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে।

সূত্রের মতে, একজন অজানা ব্যক্তির পক্ষে নিজ্জার কাছে যাওয়া অসম্ভব ছিল, তবে উভয় হ্যান্ডলারই তার সাথে দেখা করতেন। এ কারণে তাকে এমন স্থানে হত্যা করা হয় যেখানে কেউ নিজ্জারের ধারে কাছেও যেতে পারে না। তিনি শুধুমাত্র আইএসআই-এর সহায়তায় খালিস্তানি এজেন্ডা চালাতেন। আইএসআই-এর সহায়তায় খালিস্তানি সন্ত্রাসবাদী এবং গুন্ডারা পাঞ্জাবে মাদক চোরাচালান চক্র চালাচ্ছে। সন্ত্রাসী ও আইএসআইও উপার্জনের একটি অংশ পায়। এই নেটওয়ার্কে আইএসআই-এর দখল শিথিল হওয়ার কারণে, সন্ত্রাসীরা তাদের ইচ্ছানুযায়ী অর্থ ব্যবহার শুরু করে, যার কারণে নিজ্জারকে পথ থেকে সরাতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code