জাতীয় তরুণ সংঘের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্ট ওকড়াবাড়ীতে 


Okrabari Sports News

জাতীয় তরুণ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের মাঠে চার দলীয় অনুর্ধ্ব ১৭ নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে (Okrabari Sports News )। এদিন বেলা ১২টা ৩০ মিনিটে ভারতের জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের। (Okrabari Sports News )



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের (Okrabari Alabakash High School) প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য মজিবর রহমান, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের (Okrabari Alabakash High School) বর্তমান সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম, পঞ্চায়েত সদস্য নাসির হোসেন সহ অন্যান্য আরও অনেকে।



প্রখর দাবদাহের মধ্য দিয়েও চার দলীয় নক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উৎসাহের সঙ্গে অংশ গ্রহন করতে দেখা যায় খেলোয়াড়দের। খেলা উপভোগ করতে হাজির হয়েছেন দর্শকরাও। ক্লাবের তরফে উপস্থিত ছিলেন সম্পাদক তোফাজ্জল আলী, মোফাজ্জল হোসেন, রুমাল হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।



ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান পঞ্চায়েত সমিতির  সদস্য মজিবর রহমান জাতীয় তরুণ সংঘ ও সম্পাদক তোফাজ্জল আলীর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, খেলাধূলার উন্নতি সাধনে জাতীয় তরুণ সংঘের ভূমিকা নিয়ে দরাজ সার্টিফিকেট দেন ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম।



জাতীয় তরুণ সংঘের সম্পাদক তোফাজ্জল আলী জানান, প্রতি বছরেই বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। (Okrabari Sports News )  সিনিয়রদের ফুটবল প্রতি বছর আয়োজিত হলেও এবার প্রথমবার অনুর্ধ্ব ১৭-এর ফুটবল টুর্নামেন্ট। সকলের সহযোগীতা এই আয়োজনকে সাফল্য মণ্ডিত করবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি তিনি আরও জানান প্রতিদিন এই মাঠেই বিকেলে সকল বয়সের খেলোয়াড়রা যেমন প্রাকটিস করে তেমনি ফ্রি কোচিং করানো হয়। ইচ্ছুক যেকেউ এখানে খেলাধুলা শিখতে পারে।

Okrabari Sports News