Today News: আক্রান্তকে উদ্ধার করতে গিয়ে গণধোলাইয়ের শিকার পুলিশ আধিকারিক ! ভর্তি হাসপাতালে
দিনহাটা: ছাগল চোর সন্দেহে আটক করে রাখা দুই যুবককে গণধোলাই এর হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত এবং গণধোলাইয়ের শিকার পুলিশ আধিকারিক। গুরুতরে আহত অবস্থায় পরিমল অধিকারী নামে দিনহাটা থানার ওই এএসআই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে।
ঘটনার বিবরণে আহত পুলিশ আধিকারিক পরিমল অধিকারী জানান আজ দুপুরে ভেটাগুড়ি এলাকায় যখন তিনি রোজকার মতো ডিউটিতে ছিলেন ঠিক সেই সময় তার কাছে খবর আসে , ভেটাগুড়ির সাকদল এলাকায় ছাগল চোর সন্দেহে দুই যুবককে আটকে রাখা হয়েছে এবং চলছে গণধোলাই। খবর পাওয়ার সাথে সাথেই তিনি ভিলেজ পুলিশ সহ আরো পুলিশ কর্মীদের নিয়ে সেই এলাকায় গিয়ে আটককৃত ২ যুবককে উদ্ধারের চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের উপরেই চড়াও হন এবং সেই সাথে সেই পুলিশ আধিকারিক এর হাত মাথা এবং বুকে বেধড়ক মারধর করেন।
ঘটনার জেরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাকি পুলিশকর্মীরা ছাগল চোর সন্দেহে আটকৃত সেই দুই যুবক সহ দিনহাটা থানার এএসআই পরিমল অধিকারীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে ছাগল জোর সন্দেহে আটককৃত মুস্তাকিন মিয়া এবং পাপন বর্মন নামের দুই যুবক হাসপাতালে শুয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান তাদের বাড়ি পেটলা এলাকায়। তারা এদিন ভেটাগুড়ির সাকদল এলাকায় ঘুরতে গিয়েছিল আর তখনই সেখানকার লোকজন তাদেরকে ছাগল চোর ভেবে আটকে রাখে এবং গণধোলাই দেয়। তারা জানায় তাদের কাছ থেকে নগদ চার হাজার টাকা দুটি মোবাইল ফোন এবং একটি মোটর বাইক ছিনিয়ে নেয় উত্তেজিত এলাকাবাসীরা।
আহতদের মধ্যে পাপন বর্মন আরো জানান এটা ছাগল চোর সংক্রান্ত কোনো ব্যাপার নয় কিছুদিন আগে দিনহাটা কৃষি মেলায় একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার রেশ ধরেই পুরনো শত্রুতার জেরে তাদেরকে আক্রমণ করা হয়েছে।
তবে ভেটাগুড়ির শাকদলের ছাগল চোর সন্দেহে যুবকদেরকে আটক, গণধোলাই এবং পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশের উপরেও আক্রমনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত পুলিশ অফিসারের উপর আক্রমণের ঘটনায় পুলিশি অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ, একই সাথে এলাকায় আরও অপরাধীর খোঁজে চলছে অভিযান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊