CM Mamata Banerjee: বিদেশ থেকে ফিরেই আজ SSKM-এ মুখ্যমন্ত্রী, কি হয়েছে মুখ্যমন্ত্রীর?
১২ দিনের বিদেশ সফরের পর গতকালই দেশে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে ফিরেই তিনি জানিয়েছিলেন, সফর সফল। রাজ্যে আসছে শিল্প। আর আজকেই তিনি গেলেন এসএসকেএম -এ। রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে হাসপাতালে তাঁর একাধিক পরীক্ষা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। জানা গেছে বা পায়ে চোট পেয়েছেন তিনি আর তাই আগামী ১০ দিনের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে।
এমআরআই-সহ (MRI) একাধিক প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে বলে খবর। প্রাথমিক রিপোর্ট দেখে চিকিৎসক আগামী ১০ দিনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ১২ দিনের বিদেশ সফর সেরে শনিবার কলকাতায় ফিরে রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং কেবিনে প্রায় তিনঘণ্টা ধরে নানা পরীক্ষা হয়। এমআরআইও করা হয়।
এ বছরের মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গ সফরে গিয়ে হেলিকপ্টার থেকে নামার সময় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার হাসপাতালে ভর্তি হননি তিনি। বাড়িতে চিকিৎসা চালিয়ে যাবেন বলেই জানিয়েছিলেন। বেশ কয়েকদিন বিশ্রাম নিতে হয়েছিল তাঁকে। তারপরে ফের কাজে ফিরেছিলেন তিনি কিন্তু ছেড়ে যায়নি পুরনো চোট। সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও হালকা চোর পেয়েছিলেন তিনি এরপর বিদেশ থেকে ফিরেই আজ কলকাতার এস এস কে এম চিকিৎসার জন্য যান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। হাসপাতাল থেকে বেরোনোর সময় অসুবিধা হচ্ছিল মুখ্যমন্ত্রীর। গাড়িতে উঠতে একটু কষ্ট হচ্ছিল তাঁর। সবাই মিলে তাঁকে ধরে গাড়িতে উঠতে সাহায্য করেন। আপাতত ১০ দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর অস্ত্রপচার করা হবে কিনা তা জানাবেন চিকিৎসকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊