পারলে আটকাও, ইডি অফিস নয় দিল্লিতেই যাচ্ছেন অভিষেক! ছুঁড়লেন চ্যালেঞ্জ


Abhishek Banerjee



২রা অক্টোবর দিল্লীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের কর্মসূচি। আর ঠিক তার পরের দিন ৩রা অক্টোবরেও রয়েছে একাধিক কর্মসূচি। আর সেদিনেই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। গতকাল ইডি অভিষেককে বন্দোপাধ্যায় তলব করে নোটিশ পেয়েছে। আর তারপরেই বেছে বেছে গুরুত্বপূর্ণ কাজের দিনগুলিতেই ইডি অভিষেককে তলব করছে বলেও অভিযোগ করে তৃণমূল।



এদিকে আজ মঙ্গলবার ইডি-র (ED)তলবে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerkjee ) এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন তৃণমূলের ( TMC )সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক লিখলেন, '' পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং এর ন্যায্য পাওনার দাবিতে লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীরর কোনও শক্তিই আমায় বাংলার মানুষ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াইয়ের প্রতি আমার নিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি দিল্লিতে থাকব ২রা ও ৩রা অক্টোবর বিক্ষোভে যোগ দিতে। থামাও আমাকে, যদি পারো ! '


গতকাল সমনের চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, '৩ অক্টোবর দিল্লিতে বাংলার প্রাপ্য টাকার দাবিতে প্রতিবাদ আন্দোলন রয়েছে। আর তার আগে আজ আবারও আমাকে ডেকে পাঠিয়ে সমন পাঠানো হল। এতে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত'।



অভিষেক আরও লেখেন, 'চলতি মাসের গোড়ায়,কাকতালীয় ভাবে দিল্লিতে I.N.D.I.A জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের দিনই আমাকে ডেকে পাঠানো হয়। বাধ্য নাগরিকের মতোই সেই সমন অনুযায়ী হাজিরা দিই আমি'।