Breaking: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসের
তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ইয়াসের হায়দর (Yasser Haidar)। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদকই নন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জামাই ইয়াসের।
শনিবার ইয়াসেরকে (Yasser Haidar) পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি কংগ্রেসে যোগ দিলেন বলেই জানান।
এদিন ইয়াসের (Yasser Haidar) বলেন, "আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেসে আসার ইচ্ছা ছিল বহুদিনের। অধীর আছেন এখানে। অনেক দিন ধরেই যোগাযোগ ছিল সৌমেন পালের সঙ্গে। কংগ্রেসে আসার একটাই কারণ, দলের সদস্য হয়ে কাজ করতে চাই। তৃণমূলে আমি রাজনীতিক হিসেবে নই, সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলাম। মানুষের সঙ্গে সংযোগ তৈরি কার প্রয়োজন। সেটা আমার রয়েছে। অধীরবাবুকে দেখে অনুপ্রাণিত হয়েছেন।"
ফিরহাদের (Firhad Hakim) মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসের (Yasser Haidar)। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ২০২১ সালেও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইয়াসের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊