West Bengal Education: রাজ্যের শিক্ষা নীতিতে আমূল পরিবর্তন 

SEP
File Picture 


কেন্দ্রের নীতি নয়, রাজ্য শিক্ষানীতিতে (WB education policy) আমূল পরিবর্তন। শিক্ষা ব্যবস্থায় এবার আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য। জাতীয় শিক্ষানীতি না মানার কথা আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষানীতি কেমন হবে তা নিয়ে চূড়ান্ত অনুমোদন হয়ে গেল রাজ্য মন্ত্রীসভায়। ঢেলে সাজানো হল প্রাক-প্রাথমিক স্তর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষানীতি।






শিক্ষানীতিতে (WB education policy) বাংলা ভাষাকে স্কুলস্তরে পড়ানোয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলা ভাষার অগ্রাধিকার নিয়ে। প্রথম শ্রেণি থেকেই বাংলা ভাষা সম্পর্কে পড়ুয়াদের ধারণা তৈরি হয় সে বিষয়েও শিক্ষানীতিতে রাজ্যের অবস্থান স্পষ্ট করা হল। অষ্টম শ্রেণি থেকে উচ্চতর ক্লাসে সেমিস্টার পদ্ধতি চালু করার কথা রয়েছে শিক্ষানীতি অনুসারে। আগামী তিন বছর ধরে ধাপে ধাপে চালু হবে সব প্রক্রিয়া এমনটাই খবর।






উচ্চশিক্ষার ক্ষেত্রে কেবল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়লেই অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিটের সুবিধা মিলবে। পাশাপাশি চার বছরের কোর্স চালু হবে। তবে ডিজিট্যাল বিশ্ববিদ্যালয় নয় অনলাইন কোর্স থাকবে তার চলছে নেতাজী সুভাষ ওপেনের মাধ্যমে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি (WB education policy) মেনে এখনই চার বছরের বিএড কোর্স চালু করবে না রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতরের তরফে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে রাজ্যের নয়া শিক্ষা নীতি।