WB Private School: বেসরকারি বিদ্যালয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের 

nabanna building,



বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে (WB Private School) বাধ্যতামূলক করা হচ্ছে বাংলা বিষয়। এছাড়াও বেসরকারি স্কুল সম্পর্কে কোন অভিযোগ ওঠলে তা খতিয়ে দেখতে তৈরি হচ্ছে শিক্ষা কমিশন। যারা বেসরকারি স্কুলগুলি (WB Private School) সম্পর্কে ওঠা অভিযোগ শুনবে। তৈরি করবে গাইডলাইনও। সোমবার রাজ্যের বেসরকারি শিক্ষাব্যবস্থা (WB Private School) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।


ইতিমধ্যে রাজ্যের একাধিক বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে (WB Private School) বাংলা পড়ানো হয় না বলে অভিযোগ উঠে এসেছে। প্রথম ভাষা হিসেবে সেখানে ইংরেজি ছিলো বাধ্যতামূলক। আর দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা নেওয়ার সুযোগ থাকলেও বহু ক্ষেত্রে অনেকে হিন্দি বা অন্য় ভাষা নেয়। ফলে স্কুল জীবনে বাংলা পড়তে হয় না রাজ্যের পড়ুয়াদের।


এবার সেই পরিস্থিতিতে বদল আনলো রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে (WB Private School) দ্বিতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক হবে বাংলা। তৃতীয় ভাষা হিসেবে সাঁওতালি, উর্দু বা অন্য কোনও ভাষার ব্যবহার করা যেতে পারে।




অপরদিকে মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি করা আবার কখনো সিলেবাস-পরীক্ষা নিয়ে অভিযোগ উঠে আসছিলো বেসরকারী বিদ্যালয়গুলি (WB Private School) নিয়ে । এনিয়ে জল গড়িয়েছে আদালতেও । কলকাতা হাই কোর্টে দফায় দফায় অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করল মন্ত্রিসভা। তৈরি হচ্ছে শিক্ষা কমিশন। যার মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। এই কমিশন বেসরকারি স্কুলগুলির (WB Private School) অভিযোগ শোনার পাশাপাশি স্কুলগুলির জন্য গাইডলাইনও তৈরি করবে।