Upper Primary Teacher Recruitment: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর, গুরুত্বপূর্ন নির্দেশ আদালতের


students, teacher, classroom,



স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) নিয়োগ নিয়ে বড় আপডেট। আদালত আজ নির্দেশ দিয়েছে ৭ দিনের মধ্যে কমিশনকে মেধাতালিকায় থাকা এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। এই মামলা ১৫ দিনে পুনরায় শুনানির জন্য ধার্য করা হয়েছে।


আজ কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার শুনানি ছিল। দীর্ঘ নয় বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক (Upper Primary Teacher Recruitment) নিয়োগ প্রক্রিয়া। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আজ প্যানেল প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট।

(ads1)

স্কুল সার্ভিস কমিশন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে উচ্চপ্রাথমিকের নিয়োগ (Upper Primary Teacher Recruitment) সংক্রান্ত দীর্ঘদিন পড়ে থাকা মামলাটি মেনশন করে। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছিল। আজ এই মামলানিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


প্রসঙ্গত ২০১৪ সাল থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary Teacher Recruitment) প্রক্রিয়া চলছে। ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া (Upper Primary Teacher Recruitment) নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে এসএসসি বলেই দাবি আধিকারিকদের।

(ads2)

এই মামলার দিকে তাকিয়ে ছিলেন হাজার হাজার চাকরি প্রার্থীরা। দীর্ঘ ৯ বছরেও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় কার্যত হতাশ হয়ে পড়েন চাকরি প্রার্থীরা।


উচ্চ প্রাথমিকের নিয়োগ (Upper Primary Teacher Recruitment) নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) প্রকাশিত, ২০২১ সালের ইন্টারডিউ দেওয়ার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে দায়ের করা মামলা সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গড়ায়। বিচারপতি সুব্রত তালুকদাৰ ২০২১ সালে কমিশনকে ইন্টারভিও নিতে নির্দেশ দেন। যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁদের জন্য অভিযোগ জানানোর ব্যবস্থা করেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে আদালতে মেধা তালিকা জমা করার নির্দেশ দেন।


গত শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের (SSC) পক্ষ থেকে নিয়োগ বিষয়ে একাধিক তথ্য তুলে ধরে হয়। যোগ্য চাকরি প্রার্থীদের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘবঞ্চনার কথা তুলে ধরে নিয়োগ নিয়ে জোর সওয়াল করেন। দীর্ঘ আট বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ঝুলে রয়েছে। অবশেষে আজ আদালতের নির্দেশে ফের একবার আশার আলো দেখছে চাকরীপ্রার্থীরা (Upper Primary Teacher Recruitment)।